
তামসী রায় প্রধানঃ বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ এখন মিয়ানমার। পেছনে ফেলে দিয়েছে, আফগানিস্তানকে। সোমবার জাতিসংঘের একটি প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে।
জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থিক বছরে মিয়ানমারে আফিমের উৎপাদন ৩৬ শতাংশ বেড়ে ১,০৮০ টন দাঁড়াবে। এই সংখ্যা আফগানিস্তানে উৎপাদিত আফিমের পরিমাণের চেয়ে কয়েক গুন বেশি। প্রসঙ্গত, চলতি বছর কাবলিওয়ালার দেশে আফিমের উৎপাদন হয়েছে ৩৩০ টন। গত বছর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এসে মাদক নিষিদ্ধ করে। তার পর থেকেই, আফগানিস্তানে পোস্ত চাষ ৯৫ শতাংশ কমে গেছে। উল্লেখ্য, পোস্তর নির্যাস থেকে আফিম তৈরি হয়।
ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইমের রিপোর্টে দাবি করা হয়েছে, মিয়ানমারে সেখানে গৃহযুদ্ধের আবহে আফিম চাষ আয়ের একটা লাভজনক উৎস হয়ে দাঁড়িয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে সামরিক ক্ষমতা দখলের পর সেখানে অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রশাসনিক কাজের ব্যাঘাত ঘটেছে। আর তাই সিংহ ভাগ কৃষকদের জীবিকা নির্বাহের জন্য আফিম চাষ করতে বাধ্য করেছে।
চলতি বছর, মিয়ানমার থেকে আনুমানিক ১৫৪ টন হেরোইন রফতানি হয়েছে। যার বাজার মূল্য ২.২ বিলিয়ন মার্কিন ডলার।