
নিলয় ভট্টাচার্য,নদীয়া:দীপাবলীর আগেই মায়াপুর ইসকনে জ্বলে উঠেছিল শত শত দীপ।কোজাগরী লক্ষী পুজোর দিন থেকেই এখানে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান। জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই দ্বীপদান করতে আসছে এই মন্দিরে।
দীপাবলীর আগেই ইসকনের প্রধান কেন্দ্র শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জ্বলে ওঠে শত শত দ্বীপ। কোজাগরী লক্ষী পুজোর দিন থেকে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে এই দীপদান অনুষ্ঠান চলবে রাসপূর্ণিমা পর্যন্ত। একমাস ধরে চলা বিশ্বব্যাপী এই দ্বীপদান অনুষ্ঠানে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই দ্বীপদান করতে আসে ইসকন মন্দিরে। দ্বীপদান অনুষ্ঠান চলে প্রতিদিন সন্ধ্যা ৭ থেকে রাত ৮ টা পর্যন্ত। একই সাথে চলবে দামোদরাষ্টকম্ স্ত্রোত্র পাঠ। প্রতিবছর এই অনুষ্ঠানে ধর্ম প্রাণ হাজার হাজার মানুষ দেশ-বিদেশ থেকে আসায় অসংখ্য ভক্ত সমবেত হয় মায়াপুর ইসকনে। স্বাভাবিকভাবেই এই উৎসবকে ঘিরে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো।