
স্পোর্টস ডেস্ক : বড় চিন্তা হয়ে উঠেছেন মহম্মদ সামি । বাংলার পেস বোলার গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময়ই বাঁ পায়ের পাতায় চোট পেয়েছিলেন। সেই চোট সারার কোনও লক্ষণ নেই। অস্ত্রোপচার করাতেই হবে। যে কারণে আইপিএলে তাঁকে পাওয়ার সম্ভাবনা ছিল না। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই সামি। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যৌথ ভাবে আয়োজন করবে বিশ্বকাপ।ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই আর মাঠে দেখা যায়নি সামিকে। লন্ডনে তাঁকে পাঠানো হয়েছিল চোট সারানোর জন্য। প্রাথমিক ভাবে চিকিৎসকদের মনে হয়েছিল, ইঞ্জেকশন দিয়ে চোট সারানো সম্ভব। তা হয়নি। ফলে অস্ত্রোপচার ছাড়়া আর কোনও রাস্তা ছিল না। লন্ডনে সফল অস্ত্রোপচার হয়েছে সামির। অপারেশনের পর সামি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। রিকভারির জন্য সময় লাগবে। নিজের পায়ে যত তাড়াতাড়ি দাঁড়ানোর চেষ্টা করব।’