
সায়ন মাইতি মেদিনীপুরঃ ৬০০ স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি। যেখানে গমগম করে ছবি আঁকিয়াদের ভীর। এটাই এখন, মেদিনীপুরের জনপ্রিয় গ্যালারি। লোকে বলে সুজিত বাবুর গ্যালারি।
তিনি নিজে একজন স্বাস্থ্য কর্মী। মানুষের চিকিৎসা সংক্রান্ত কাজে সাহায্য করে থাকেন। পোস্টিং রয়েছেন মেদিনীপুর জেলার ক্ষীরপাই রুরাল হাসপাতালে। বাড়িতে রয়েছে স্ত্রী ছেলে। বয়স ৪৬ এর সুজিত দাসের এখন নজর কাড়ছে ৬০০ স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি। মূলত সুজিত তার অবসর সময়ে ছবি আঁকেন এবং ছবি আঁকা শেখান। বিভিন্ন ধরনের ছবি রয়েছে তার সংগ্রহশালায়। এই ছবি আঁকার নেশাতেই তিনি গড়ে ফেলেছেন বাড়ির মধ্যে একটি ৬০০ স্কোয়ার ফুটের এই আর্ট গ্যালারি।
গ্যালারিতে ছবি দেখতে আসেন অনেক ছবি প্রিয় মানুষ।তার গ্যালারিতে ছবিও আঁকা শিখতে আসে কচিকাঁচা সহ বড় তরুণ তরুণীরা। তিনি কেবল শখের নেশার এই আর্ট গ্যালারি গড়ে ফেলেছেন। গ্যালারি পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা। এই আর্ট গ্যালারি মেদিনীপুর শহরে এখন অহঙ্কার।