
সায়ন মাইতি ,পশ্চিম মেদিনীপুর: প্রতিবছরের মতন এই বছরও রমজান মাসের দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে। মেদিনীপুরের মির্জা মহল্লা মেলা ময়দানে আয়োজন করা হয় ইফতারের। এদিন ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া। অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারমণ অনিমা সাহা, সৌরভ বসু, ফাদার ভিনসেন্ট লোবো, মৌলানা আজহার আলী, স্বামী মিলনানন্দ মহারাজ সহ অন্যান্য অতিথিবর্গরা। এইদিন জুন মালিয়া বলেন প্রতিবারের মতন এবারও আমরা এই সম্প্রীতির উৎসবে নিজেদের শামিল করেছি। কোন ভোটের প্রচার নয়, শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখতে প্রতিবারের এবারও এই ইফতারে আমরা অংশগ্রহণ করেছি। এদিন অন্যান্য মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাথেই ইফতার সারলেন উপস্থিত অতিথিবর্গরা।