
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ একাডেমিক মহলের বিশিষ্ট নাম ড: মেহজেব চৌধুরীর মুকুটে নতুন পালক। বাংলাদেশের এই বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখককে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল টিম নিউ ক্যাসেল ইউনাইটেড এফসি তাদের উপদেষ্টামণ্ডলীতে নিয়ে এলো।
বর্তমানে ডঃ চৌধুরী ইংল্যান্ডের নর্থআমব্রিয়া বিশ্ব বিদ্যালয়ের অ্যাসিন্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। পাশাপাশি সাংবাদিক এবং চিত্র পরিচালনার কাজেও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন তিনি। এর আগে তিনি ইংল্যান্ডের ইংল্যান্ডের জুনিয়র প্রিমিয়ার লিগের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। অধ্যাপনা এবং লেখালেখির পাশাপাশি ইএসপিএন চ্যানেলেও তিনি ক্রীড়া সাংবাদিকতার কাজ করেছেন। আপাতত ৩ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল টিম নিউ ক্যাসেল ইউনাইটেড এফসির উপদেষ্টামণ্ডলীতে থাকবেন তিনি। ফুটবলের উন্নতি, পরিকাঠামো, স্টেডিয়াম সহ একাধিক বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে মতামত দেবেন বাংলাদের এই কৃতী শিক্ষাবিদ। প্রসঙ্গত নিউ ক্যাসেল ইউনাইটেড এফসি ইংল্যান্ডের একটি ঐতিহ্যপূর্ণ ফুটবল ক্লাব। ১৮৯২ সালে এই ক্লাবটির প্রতিষ্ঠা হয়। ২০২২-২৩ ক্রীড়া বর্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ নম্বর স্থান দখল করেছিল তারা।