
আমজাদ আলী শেখ,পূর্ব মেদিনীপুর:পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে গ্রামবাসীদের বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে অসং খ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাতে ধাতব অস্ত্র নিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে হামলা চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। বেশ কিছুক্ষণ ধরে মন্ত্রীর গোটা বাড়ি জুড়ে তাণ্ডব চালানোর পর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। মন্ত্রীর বাড়ির পুকুরে এক আদিবাসী যুবক মাছ চুরি করে বলে অভিযোগ। তাকে ওই পুকুরের দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি মারধর করে বলে জানা গেছে।তারপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।