
স্পোর্টস ডেস্ক :হাফডজন গোল দিয়ে কলকাতা লিগের যাত্রা শুরু করল মহামেডান স্পোর্টিং। এদিন কিশোরভারতীতে উয়াড়ি এফসিকে ৬-০ গোলে হারালো সাদা কালো ব্রিগেড। প্রথম ২০ মিনিট ভালো খেলে গোলের সুযোগ তৈরী করলেও তারপরে নিজেদের হারিয়ে ফেলে উয়াড়ি। প্রথমার্ধে এক গোল, দ্বিতীয়ার্ধে পাঁচ। জোড়া গোল করেন সজল বাগ এবং লালথানকিমা। বাকি দুটো গোল অ্যাশলে এবং অ্যাডিসনের। প্রথম থেকেই দাপুটে শুরু মহমেডানের। ম্যাচের ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন সজল বাগ।ম্যাচের আগে জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।অনুষ্ঠানে বলিউড টলিউডের শিল্পী জিৎ গাঙ্গুলী ও বিট ব্রেকার পারফরম্যান্স এ মাতিয়ে দেন দর্শকদের। ।লেসার শো হয়|