
অঞ্জন চট্টোপাধ্যায়,কলকাতা: মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগের যাত্রা শুরু করবে মোহনবাগান দল। চলতি মরশুমে সাফল্যের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাগান ব্রিগেড। ম্যাচের আগে কলকাতা লিগ আয়োজন নিয়ে আইএফকে একহাত মোহনবাগান সচিব দেবাশিস দত্তর।তিনি জানান তাদের উদ্দেশ্য তারা কতগুলো প্লেয়ার এখান থেকে তুলতে পারবে সিনিয়ার টিমে।