
স্পোর্টস ডেস্ক ২২ অথবা ২৯ জুন হতে চলেছে মোহনবাগান ভোট। তার আগে শাসক গোষ্ঠী দেবাশিস দত্ত আর বিরোধী গোষ্ঠী সৃঞ্জয় বসু নিজেদের মত করে প্রচার শুরু করে দিয়েছে। তার মধ্যেই দেবাশিস দত্ত গোষ্ঠী বাংলার শাসকদলের মতই প্রচার শুরু করছে যার নাম ‘দুয়ারে মোহনবাগান।’ এদিন তারা নিজেদের মধ্যে বৈঠক করে এই ট্যাগলাইন ঠিক করলেন। অনেক বয়স্ক মেম্বার আছে যাদের মোহনবাগান ম্যাচের আগে ক্লাবে টিকিট আনতে যেতে অসুবিধা হয় তাঁদের কথা মাথায় রেখে এবারে থেকে তাঁদের এলাকায় টিকিট সংগ্রহ করার সেন্টার করা হবে ম্যাচের আগেরদিন। কলকাতা সহ হাওড়া দুই ২৪ পরগনা দুর্গাপুর, বর্ধমানের মত জায়গায় টিকিট সংগ্রহ করতে পারবেন মেম্বাররা। বয়স্ক মেম্বাররা ছাড়াও বাকি মেম্বাররাও টিকিট নিতে পারবেন বলে খবর।