
স্পোর্টস ডেস্ক :ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভাল না, টানা চার ম্যাচে হারার পরে কলকাতা ডার্বি খেলতে নামছে তারা, ফলে শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টই ফেভারিট—ডার্বি নিয়ে এই সব আলোচনায় সরগরম ফুটবল মহল। কিন্তু তাদের সাম্প্রতিক পারফরম্যান্স যেমনই হোক, প্রতিপক্ষকে কম গুরুত্ব দেওয়ার ভুল করতে চান না মোহনবাগানের কোচ ও অধিনায়ক। দু’জনেরই বিশ্বাস, ইস্টবেঙ্গল গত চার ম্যাচে যেমনই খেলুক না কেন, ডার্বি জেতার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবে তারা। তাই নিজেদের সে ভাবেই প্রস্তুত করছে সবুজ-মেরুন বাহিনী।
শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মোহনবাগান কোচ মোলিনা বলেন, “ইস্টবেঙ্গল কেমন খেলছে, কটা ম্যাচ হেরেছে, ওদের কোচ আছে কি না, সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে আমার দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের ব্যাপার তো আর আমার হাতে নেই। তবে ওদের শ্রদ্ধা করি। শুরুর দিকের ম্যাচগুলোতে ওরা ভাল ফল করতে পারেনি ঠিকই। ডার্বির আগে কে কেমন ফল করেছে, সেটা কোনও ব্যাপার নয়। কারণ, এই ম্যাচে দুই দলই লড়াই করার জন্য মাঠে নামে। দুই দলেই ভাল খেলোয়াড় আছে। কাল জেতার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন। আমাদের তা আছে। মনে হয়, কাল ওরাও জেতার জন্য মরিয়া হয়ে উঠবে”।
দলের অধিনায়ক শুভাশিস বোসের গলাতেও প্রায় একই সুর। বলেন, “ডার্বিতে কেউ ফেভারিট হয় না। দুই দলের সমর্থকেরা তাদের প্রিয় দলকে ফেভারিট বলে মনে করে। ইস্টবেঙ্গল গত কয়েকটি ম্যাচে না জিততে পারলেও, আমার মনে হয়, ডার্বিতে ওরা নিজেদের উজাড় করে দেবে। দুই দলই ডার্বি জিততে চায়। কাল ভাল লড়াই হবে। ম্যাচটা জিতে আমরা লিগ টেবলে আরও ওপরে উঠতে চাই। কাল মাঠেই খেলা হবে। মাঠের বাইরে কী হচ্ছে না হচ্ছে, জানি না। আমাদের ফোকাস রয়েছে মাঠেই। দুই দলই ডার্বিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যারা ভাল খেলবে, তারাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কাল আমরাই ভয়ঙ্কর হয়ে উঠতে চাই”।
সমর্থকদের জন্য সুখবর দিয়ে এ দিন মোলিনা জানান, তাঁর দলের প্রত্যেক খেলোয়াড় ফিট ও শনিবার মাঠে নামার জন্য তৈরি। “আমি খুশি যে দলের সবাই কালকের ম্যাচের জন্য তৈরি এবং সুস্থ। আর একটা প্র্যাকটিস সেশন করব আমরা। আশা করি তার পরেও সবাই সুস্থই থাকবে। একটা ভাল ম্যাচ খেলার জন্য দলের ছেলেরা মুখিয়ে আছে। সম্ভবত ভারতের সেরা ফুটবল ম্যাচ এটাই। সেরা এগারো বেছে কাল মাঠে নামাব, যাতে ম্যাচটা জিততে পারি। আমার কাছে বেঞ্চের খেলোয়াড়রাও সমান গুরুত্বপূর্ণ। আশা করি কাল জিতব”।
প্রায় দু’সপ্তাহের আন্তর্জাতিক অবকাশের পর তরতাজা হয়ে শনিবার ডার্বিতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই অবকাশে নিজেদের আরও উন্নত করে তুলেছেন বলে জানিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, “আন্তর্জাতিক অবকাশের সময় আমাদের কয়েকজন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেয়। বাকিরা এখানে অনুশীলন করছিল। এর মধ্যে ভাল অনুশীলন করেছি আমরা। ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে আমাদের কাছে শেষ ম্যাচটা আর ততটা গুরুত্বপূর্ণ নয়, এখন কালকের ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ। সবাই ফিট। আমাদের পরিশ্রম করতে হবে। কারণ, ইস্টবেঙ্গল ভাল দল। ওদের হারাতে ভাল খেলতে হবে আমাদের”।