
স্পোর্টস ডেস্ক :ফোরিয়া পুকুরের মোহনবাগান ভিলার পর এবার সেন বাড়িও হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেল মোহনবাগান ক্লাবের সেন বাড়ির ইতিহাস। বাগবাজার শ্যামপুকুরের ৪৪ রাম কান্ত বোস স্ট্রিটের বিখ্যাত “সেন বাড়ি ” ভেঙে ফেলা হচ্ছে। এতো বড় বাড়ি রক্ষনাবেক্ষণ সম্ভব নয় বলেই সেন বাড়ির সদস্যরা পুরো বাড়িটা প্রমোটরকে দিয়ে দিয়েছেন। বাড়ি ভাঙার কাজও শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত, এই সেন বাড়ি ছিল মোহনবাগান ক্লাবের তৃতীয় অফিস। মোহনবাগান ক্লাবের সূচনা হয়েছিল কীর্তি মিত্রের বাড়িতে। পরে চলে যায় ফোরিয়াপুকুর মোহনবাগান ভিলায়। তারপরে আসে এই সেন বাড়িতে। গোষ্ঠ পাল, পল্টু গাঙ্গুলী থেকে চিত্তরঞ্জন দাস,বিধান রায় থেকে অশোক সেন – কত সব বিখ্যাত ব্যক্তিত্ব এই সেন বাড়িতে আড্ডা মারতেন। ১৮৬০ সালে তৈরী হওয়া সেন বাড়ি, তার ঐতিহ্য শেষ হয়ে গেল।