
সংবাদ দাতাঃ মরক্কোয় উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৩ হাজার। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। উৎসস্থল ছিল মরক্কোর মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। মরক্কো সরকারের হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৬২। আহত কমপক্ষে আড়াই হাজার। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হচ্ছে। এই কাজে মরক্কোর উদ্ধারকারী দলের সঙ্গে হাত মিলিয়েছে স্পেনের একটি দল।
মরক্কোর এই ভয়াবহ বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে প্রায় সকল রাষ্ট্র। আর্থিক সাহায্য থেকে উদ্ধারকার্যে প্রযুক্তিগত সাহায্যে এগিয়ে এসেছে তারা। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রনেতারা। শুক্রবার জি-২০ সম্মেলন থেকে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫ লক্ষ ইউরো আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্যারিস।