
উজ্জ্বল হোড় , জলপাইগুড়ি: নতুন বছরে সবাই যখন আনন্দে মাতোয়ারা, তখনই শোকের ছায়া নেমে এলো জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মর্টার শেল ফেটে আহত হয়েছিল এক কিশোর। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পরে প্রাণ হারালো সে। নিথর দেহ পৌঁছালো তার বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন লাবু আলম নামের ঐ কিশোরের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য গত ৫ই অক্টোবর পন্ডিত পাড়ায় মর্টার শেল ফেটে আহত হয়েছিলেন পাঁচজন। যার মধ্যে ছিল লাবু আলম ।ঐ ঘটনায় প্রাণ হারিয়েছিল এক শিশু। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় লাবু আলমকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুমাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিল ঐ কিশোর। এরপর রবিবার সকালে প্রাণ হারায় সে। পরবর্তীতে তার নিথর দেহ তার বাড়িতে নিয়ে এলে কান্নার রোল ওঠে । এই মর্মান্তিক পরিস্থিতিতি গ্রামবাসীদের পক্ষ থেকে লাবু আলমের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেসে আসা মর্টার শেল কুড়িয়ে বাড়ি নিয়ে এসে কুড়ুল দিয়ে ভাঙার পর বিস্ফোরণ হয়। এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় সাইনুর আলম নামে সাত বছরের এক শিশুর। ওই ঘটনা দিয়ে আহত হয়েছিলেন লাবু আলম। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় এখনো আহত অবস্থায় চিকিৎসা চলছে ৫৬ বছর বয়সী রমজান আলীর।