
নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের বানজেটিয়ার একটি লজের একটা রুম বরাবরই বুক থাকত গাড়ির টায়ারের ব্যবসায়ী মোকাদ্দেস আলির নামে। প্রতিবারের মত দিন দু’য়েক আগে লজে এসেছিলেন।
তবে রবিবার সকাল থেকে তার কোনও সড়া-শব্দ পাওয়া যায়নি। ফলে চিন্তা বাড়তে থাকে লজের কর্মীদের। এরপর অদ্ভুত একটা গন্ধ পেতেই সেই সন্দেহ আরও তীব্র হয়। পুলিশে খবর দেওয়া হয়। ঘরের দরজা ভেঙ্গে ঢুকতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় লজের কর্মীদের।
বিছানায় মশারি টাঙানো। তার মধ্যেই মুকাদ্দাসের নগ্ন মৃতদেহ পড়ে আছে। হত্যা না মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। কী কারণে তাঁর মৃত্যু হল,খতিয়ে দেখছে পুলিশ।