
ভীষ্ম দেব রায়,সামশেরগঞ্জঃ সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর মাঠপাড়া ইটভাটার কাছে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শুক্রবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুবোধ মন্ডল। আনুমানিক বয়স ৫২ বছর। তার বাড়ি সামসেরগঞ্জ থানার তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের রাণীপুর গ্রামে। মৃত ব্যক্তি সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই জানিয়েছে পরিবারের সদস্যরা। সুবোধ মন্ডলের বোন নমিতা মন্ডলের দাবি তার দাদাকে কে বা কারা খুন করেছে।
ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। হত্যা না মৃত্যু তা জানতে তদন্তে নেমেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।