
নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: হিংসার বাতাবরণে শেষ হল ২০২৩এর পঞ্চায়েত নির্বাচন।ভোটের দিনই হিংসার বলি হয়েছেন ১৬ জন।রাজ্য জুড়ে বোমাবাজি,গোলাগুলি ও অশান্তি এবং উত্তেজনার মধ্যে দেখা গেছে ভোট কর্মী ও সাধারণ মানুষের অসহায়তা।রাজ্যের প্রায় সব জেলা থেকেই অশান্তি ও উত্তেজনার খবর এলেও হিংসার শীর্ষে ছিল মুর্শিদাবাদ।এই জেলায় সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই।তবে ভোটের আগের দিন রাত থেকে পরিস্থতি ভয়াবহ আকার ধারণ করে।জেলার বিভিন্ন এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ করেছে শাসক ও বিরোধী উভয় পক্ষই। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট হিংসার বলি হয়েছেন পাঁচজন।মৃতদের মধ্যে তিনজন তৃণমূলের কর্মী এবং একজন কংগ্রেস অপরজন সিপিএম কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেলডাঙ্গা,রেজিনগর, খড়গ্রাম,নওদা ও লালগোলায় মৃত্যু হয়েছে এই পাঁচজনের ।