
নিলয় ভট্টাচার্য,নবদ্বীপ:
সিপিআইএমের অস্থায়ী কার্যালয়ের ব্যানার, ফেস্টুন পতাকা ছিড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার গৌরনগর এলাকায়। স্থানীয় সূত্র খবর শনিবার মধ্যরাতে দুষ্কৃতীরা সিপিআইএমের অস্থায়ী কার্যালয়ের ফ্লেক্স ব্যানার এবং দলীয় পতাকা খুলে,সেগুলিকে ছিঁড়ে দলীয় কার্যালয়ের ভিতর ফেলে দেয়।রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
অন্যদিকে এই ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল জানিয়েছে, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, বিজেপি এবং সিপিএম মিলিত ভাবে এই কাজ করেছে তৃণমূলকে বদনাম করার জন্য।এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।