
নীলয় ভট্টাচার্য,নদিয়া : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় রীতিমত হতবাক সাধারণ মানুষ। নির্বাচনের দিন একদিকে যেমন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ করেন সিপিআইএম প্রার্থী। অন্যদিকে আবার গণনা কেন্দ্রের ভেতরই সিপিআইএম প্রার্থীর দল বদল করে তৃণমূলে যোগদান করার ঘটনাও ঘটে। যা দেখে তাজ্জব সাধারণ মানুষ। নির্বাচনের গণনার পরও জারি বেনজির ঘটনাক্রম। এবার তৃণমূলকে পঞ্চায়েতে হারানোর পর মাথা ন্যাড়া হয়ে শুদ্ধিকরণ করল বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েতের। শাসক দলকে হারানোর জন্য এই শুদ্ধিকরণ বলে জানান বিজেপি কর্মী।
প্রসঙ্গত,এই গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর নিজেদের দখলে রেখেছিল শাসক দল তৃণমূল। তবে এবারের নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে ১২ টি তে জয় লাভ করেছে বিজেপি। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত মুক্ত হওয়ার আনন্দে ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে শুদ্ধিকরণ করলেন বিজেপি কর্মী সমর্থকরা।