
নিজস্ব প্রতিনিধি,নদীয়া:এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ব্যাপক কারচুপি করবে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।মঙ্গলবার নদীয়ার ফুলিয়ায় ভোট প্রচারে আসেন শুভেন্দু।সেই জনসভা থেকে তিনি বিজেপির কর্মী ও সমর্থকদের ভোটে তৃনমূলের কারচুপি রুখতে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক করে দেন।শুভেন্দু বলেন ভোটের পর ভালো করে বাক্স গুলি বন্ধ করবেন।স্ট্রং রুমে বাক্স গুলি ঢোকাবার আগে ঘরের দরজা জানলা পরীক্ষা করে দেখবেন।সিসিটিভি আছে কিনা সে বিষয়েও লক্ষ্য রাখবেন ।
পাশাপশি বিরোধী নেতার দাবি বিরোধী দলের এজেন্ট দের পোলিং বুথে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা করেছে তৃনমূল।দরকার হলে বিরোধী দলের এজেন্টদের মারধোর করে বাইরে বার করে দেওয়া হতে পারে বলে দাবি করেন তিনি। এরপরেও যদি নির্বিঘ্নে ভোট হয়,তবে ব্যালট পেপার লুঠ করতেও পারে তৃনমূল বলে সতর্ক করে দেন তিনি।
এছাড়াও এদিন ফের বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি করার পক্ষে সওয়াল করেন শুভেন্দু।তার দাবি একমাত্র বিজেপিই বাংলায় উন্নত শাসন ব্যবস্থা ও যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করতে পারে।