
নিলয় ভট্টাচার্য, নদিয়াঃ নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠলো শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিমুরালির কালীগঞ্জ বাজারের প্রিয়নগর শিশু বিকাশ কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষকের নাম নির্মল বিশ্বাস ওরফে পাঁচু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে চাকদা থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা।
সূত্রে জানা গেছে, প্রিয়নগর কালীগঞ্জ বাজার এলাকায় নিজের বাড়িতেই শিশু শিক্ষার জন্য একটি কিন্ডারগার্ডেন স্কুল খোলেন নির্মল বিশ্বাস। স্কুলে বর্তমান পড়ুয়ার সংখ্যা দুশোরও বেশি। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন জনা ছয়েক। অভিযোগ, অভিযুক্ত শিক্ষক নির্মল দিনের পর দিন বিভিন্ন শিশু ছাত্রীদের শ্লীলতাহানি করে চলেছেন।
স্থানীয় সূত্রে দাবি, এর আগেও এধরনের ঘটনা ঘটেছিলো। সেসময় ক্ষমা চেয়ে তিনি পার পেয়ে যান পাঁচু। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের দাবি, পাড়ার মধ্যে স্কুল করে এধরনের জঘন্য কাজের উপযুক্ত শাস্তি চাই। পাশাপাশি পাচুর স্কুলটি বন্ধ করে দেওয়ার দাবিও জানান তারা।