
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: উত্তরবঙ্গ আমাদের অহংকার ,বিজেপি যদি বাংলায় সরকার গড়তে পারে তাহলে সবার আগে উত্তরবঙ্গের কথা ভাবা হবে,জলপাইগুড়ির নাগাররকাটার জনসভা থেকে উত্তরবঙ্গের বাসিন্দাদের এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এছাড়া চা শ্রমিকদের পাটটা দেওয়ার ও সমালোচনা করেন শুভেন্দু।তিনি বলেন শ্রমিকরা এমনিতেই চা জমির মালিক,তাদের পাটটা দেওয়ার কি আছে , আসলে ভোট ব্যাঙ্কের কথা ভেবেই একাজ করেছেন মুখ্যমন্ত্রী।