
সোমনাথ মুখোপাধ্যায়ঃ অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে কিছুটা হলেও হতাশ আম জনতা। অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত করকাঠামো অপরিবর্তিত থাকছে। তবে প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারে জোর দিয়ে একাধিক ঘোষণা করেন নির্মলা সীতারমণ।
সামনেই লোকসভা ভোট। তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রের বিজেপি সরকার। মাত্র ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে কিছুটা হলেও হতাশ আম জনতা। অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত করকাঠামো অপরিবর্তিত থাকছে। তবে প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারে জোর দিয়ে একাধিক ঘোষণা করেন নির্মলা সীতারমণ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগের হারেই প্রত্যক্ষ বা পরোক্ষ কর দিতে হবে করদাতাদের। আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হল। অর্থাৎ আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আগের মতোই থাকছে ৭ লক্ষ টাকা। অর্থমন্ত্রীর ব্যাখ্যা, ‘‘ভোটের বছর বলেই এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত ঘোষণা করলাম না।’’ তবে কর আদায়ের পদ্ধতিতে বেশ কিছু সংস্কার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, করদাতাদের পরিষেবা সহজ করতে ডিসপিউটেড ট্যাক্স বা ট্যাক্স বিবাদের ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১০ পর্যন্ত যাঁদের এই ডিসপিউটেড ট্যাক্সের সমস্যা রয়েছে, তাঁদের ২৫ হাজার টাকা পর্যন্ত করে ছাড় দেওয়া হবে। ২০১০ সালের পরে ট্যাক্স বিবাদ থাকলে সেক্ষেত্রেও ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। যা ১ কোটি করদাতাকে উপকৃত করবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটেও বেশ কিছু বড় ঘোষণা করে চমক দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। বাজেটেও বড় অঙ্কে করছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই পথ হাটলেন না মোদী সরকার।