
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। পুনেগামী একটি বাস। বিয়েবাড়ি থেকে বরযাত্রী বাস পুনে যাবার পথে দুর্ঘটনায় পরে। শুক্রবার রাত ১টা বেজে ৩৫ মিনিট নাগাদ আচমকাই বাসের টায়ার ফেটে গিয়ে আগুন ধরে যায়। পুলিশের আনুমান, সেই আগুন ছড়িয়ে পড়ে ডিজেল ট্যাঙ্কে। যা বিস্ফোরণ ঘটায় বাসের মধ্যে। বাসটি উলটে যায়। ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২৬ জন যাত্রীর। আহত হয়েছেন আরও আটজন।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা সাহায্যের ঘোষণা করেছেন।