
নিজস্ব প্রতিনিধিঃ নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে সিবিআইয়ের জালে দুই। পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে মণীশ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। দুজনের বিরুদ্ধেই নিট পীরক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। সিবিআই সূত্রের দাবি, পরীক্ষার আগের দিন বেশ কিছু যুবকের হাতে প্রশ্নপত্র তুলে দিয়েছিল মণীশ এবং আশুতোষ।
নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে তদন্তে নেমে এই প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে মণীশ প্রকাশ এবং আশুতোষ নামের দুই ব্যক্তিকে। সিবিআই সূত্রে খবর, গত ৪ মে নিট পরীক্ষার ঠিক আগের দিন পাটনার লার্ন প্লে স্কুলের ছেলেদের হস্টলের একটি ঘরে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিলির করা হয়েছিল। সূত্রের খবর, আশুতোষের সাহায্যে এই ষড়যন্ত্র করে মণীশ। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দুজনকেই হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
প্রসঙ্গত, শনিবার রাতে নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে। রবিবার তদন্তে নেমে একটি মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইসঙ্গে একাধিক রাজ্যের যাবতীয় এফআইআর, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।