
নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের এইচ আর দফতরের প্রধান অমিত চক্রবর্তীকে রাজসাক্ষী হওয়ার আবেদনে অনুমতি দিল দিল্লির এক আদালত। পাশাপাশি পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক হরদীপ কৌর তাকে এই বিষয়ে ক্ষমা মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, অর্থের বিনিময়ে একাধিক চিনা সংস্থার হয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে নিউজক্লিকের বিরুদ্ধে। সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। পাশাপাশি গ্রেফতার হয়েছেন অমিত চক্রবর্তীও। গত মাসের শুরুতে বিচারপতি হরদীপ কৌরের কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান অমিত। এইসঙ্গে দাবি করেন, তাঁর কাছে এই মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। একমাত্র রাজসাক্ষী হলেই ওই বিষয়ে পুলিশকে জানাবেন তিনি। গত ১ অক্টোবর নিউজক্লিকের দফতর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই রাতেই গ্রেফতার করা হয় প্রবীর ও অমিতকে।