
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে ওয়াক আউট করেন তিনি। বাইরে এসে তিনি বলেন, ‘‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে”।
নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিলেন বিরোধী জোট ইন্ডিয়া জোটের সাত জন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে তারা বৈঠক বয়কট করেছেন বলে সূত্রের খবর। ইন্ডিয়া জোটের সাতজন মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগ বৈঠক বয়কট করলেও হাজির হয়েছিলেন মমতা। শনিবার সকালে রাইসিনা হিলে হাজির হয়েছিলেন তিনি।
বৈঠক শুরুর কিছু ক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি”। তিনি আরও বলেন, ‘‘বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির ছিলাম। কিন্তু বলতে দেওয়া হল না। আমি আরও কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হল”। ভবিষ্যতে নীতি আয়োগের আর কোনও বৈঠকে তিনি যোগদান করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।