
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্ক, কাঠমান্ডুঃ নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর হাতে গ্রেফতার নেপালের প্রভাবশালী ব্যবসায়ী তথা সিজি হোল্ডিংসের চেয়ারম্যান অরুণ চৌধুরী। এই গ্রেফতারির ঘটনায় নেপালে ব্যবসায়ী এবং রাজনৈতিক মহলে আলোড়ন পরে গেছে।
বাঁশবাড়িতে চামড়া ও জুতা কারখানার জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার অরুণ চৌধুরী সহ আরও দুজনকে গ্রেপ্তার করে নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো বা সিআইবি। অরুণ চৌধুরী নেপালের ধনকুবের ব্যবসায়ী বিনোদ চৌধুরীর ভাই এবং নেপাল পার্লামেন্টের সদস্যও বটে। অরুণের গ্রেফতারের একদিন পর, নেপালের উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজী শ্রেষ্ঠা পোখরায় বলেন “যারা রাষ্ট্রকে লুট করেছে তাঁদের শাস্তি হবেই। তাঁদের জেলের বাইরে থাকা উচিত নয়, কারণ প্রভাবশালী লোকেদের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে”। শ্রেষ্ঠা আরও বলেন, চৌধুরীকে মুক্তি দেওয়ার জন্য সরকারের উপর বিভিন্ন মহল থেকে চাপ আসছে। অরুণের বিরুদ্ধে বাঁশবাড়ি চামড়া ও জুতা কারখানার সরকারি জমিকে বেআইনিভাবে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে। অরুণ চৌধুরীর পাশাপাশি সিআইবি জুতা কারখানার প্রাক্তন চেয়ারম্যান অজিত নারায়ণ সিং থাপাকেও গ্রেপ্তার করেছে।
অরুণের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। ফেডারেশন অফ নেপালি চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কনফেডারেশন অফ নেপালি ইন্ডাস্ট্রিজ অরুণ চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছে।