
ওঙ্কার ডেস্ক: পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। সরাসরি কিংবা ঘুরপথে পাকিস্তানের পণ্য ভারতে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে ভারতীয় বাণিজ্য মন্ত্রক। পহেলগাঁও কাণ্ডের জেরে এই সিদ্ধান্ত বলে মত আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের।
ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পাকিস্তানে তৈরি কোনও পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কবে থেকে আমদানি চালু করা হবে সেবিষয়েও স্পষ্ট করেছে বাণিজ্য মন্ত্রক। বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শুধু তাই নয়, পাকিস্তানি পণ্যবাহী জাহাজের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ‘ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং’-এর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের পতাকা লাগানো রয়েছে এমন কোনও জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারতীয় জাহাজও পাকিস্তানের বন্দরে যাবে না বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গিহানার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে। ওই সময়ে সিমেন্ট, ফল-সহ বেশ কিছু পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধি করেছিল ভারত। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ফের দুদেশের সম্পর্কের অবনতি হচ্ছে। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সিব্ধু জলচুক্তি স্থগিত করা-সহ পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্তও। ইসলামাবাদের তরফেও পাল্টা পদক্ষেপ করা হয়েছে। পাকিস্তানের তরফে ভারতের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্য বন্ধ করার ঘোষণা করা হয়েছে।