
প্রতিনিধিঃ পাকিস্তানের পঞ্জাবে বায়ুসেনার ঘাঁটিতে তালিবান সমর্থিত এক জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-জিহাদদের হামলা। দ্যা ডন সূত্রের খবর, বেশ কয়েকজন আত্মঘাতী জঙ্গি সেনা ঘাঁটিতে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। জানা গিয়েছে, হামলায় এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পড়ে বলে আনুমান। শনিবার ভোরে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে বায়ুসেনার ঘাঁটি কেঁপে ওঠে গুলির শব্দে। প্রায় ছ’জন সশস্ত্র জঙ্গি ঘাঁটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে সে দেশের সংবাদ মাধ্যম দ্যা ডন দাবি করেছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ। তালিবান সমর্থিত তেহরিক-ই-জিহাদ একটি জঙ্গিগোষ্ঠী।