
নিজস্ব প্রতিনিধিঃ হামলা চালাতে পারে ইরান! এই আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করা হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। শুক্রবার সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং গোয়েন্দাকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর। প্রসঙ্গত, গত মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। তারা জানায়, হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জইশ-আল আদল বা ‘আর্মি অফ জাস্টিস’-এর ঘাঁটি। এই জঙ্গি সংগঠন তাদের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এদিকে ইরানের হামলার পরই বৃহস্পতিবার পালটা হামলা চালায় পাকিস্তান। তাতে ইরানে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। তবে রাষ্ট্রপুঞ্জের তরফেও ইরান এবং পাকিস্তান- উভয় পক্ষকে শান্তি বজায় রাখার অনুরোধ করা হয়েছে।