
ওঙ্কার ডেস্ক: একের পর এক আঘাত হানছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও। সেই আবহে পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। বৃহস্পতিবার রাতে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ কয়েক জন জঙ্গি সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। যদিও তাদের প্রতিহত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের পিছনে পাক সেনার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে বিএসএফের তরফে জানানো হয়েছে, বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে। বিএসএফের জওয়ানদের চালানো গুলিতে কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অন্য দিকে, এদিন ভোরে জম্মুকাশ্মীরের পুঞ্চে আচমকা বিস্ফোরণ ঘটে। প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। তবে এটা কিসের শব্দ এবং কোথা থেকে এই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখার কাছে শব্দটি শোনা গিয়েছে। এই বিস্ফোরণের পর জম্মুকাশ্মীরের প্রায় সব জায়গায় ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়। বাজানো হয় সাইরেনও।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাক হামলার পর তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। পঞ্জাবের চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। পাক হানার পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোটে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা।