
পাকিস্তানের জেলবন্দী প্রক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ২৬৫ আসনের মধ্যে ১৭০টিতে জয় পেয়েছে। এমনটাই দাবি পিটিআই’র মুখপত্রের। দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তারাই সরকার গড়ছেন। বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটের ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন।