
নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচনের এতদিন কোনও হিন্দু মহিলাকে প্রার্থী হতে দেখা যায়নি। এবার সেই অলিখিত প্রথায় ছেঁদ পড়ল। পিকে-২৫ নম্বর আসনে প্রার্থী হয়েছেন, সাবিরা প্রকাশ নামে এক হিন্দু তরুণী। বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির হয়ে লড়াই করবেন সাবিরা প্রকাশ। তিনি পেশায় চিকিৎসক। তাঁর বাড়ি খাইবার পাখতুনোয়ার বুনের জেলায়। তাঁর বাবা ওম প্রকাশ সরকারি চিকিৎসক ছিলেন। পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন’কে দেওয়া সাক্ষাৎকারে সাবিরা বলেছেন, জাতীয় সংসদে গিয়ে তিনি নারীর অধিকার নিয়েই সরব হবেন। প্রসঙ্গত, পাকিস্তানে এবারই প্রথম মহিলাদের জন্য পাঁচ শতাংশ সাধারণ আসন সংরক্ষণ করা হয়েছে।