
নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: “বিধানসভায় দম গেছে। পঞ্চায়েতে পর হ্যফ প্যান্ট পরবে। আর লোকসভার ভোটে পর উলঙ্গ।” পটাশপুরের নির্বাচনী জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমনা করলেন তৃণমূল নেতা তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের লালুয়া বুথে পঞ্চায়েত ভোটের প্রচারে সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর দলবল নিয়ে কটাক্ষ করেন তিনি। জ্যোতির্ময় বলেন “বিধানসভায় দম গেছে। পঞ্চায়েতে পর হ্যাফ প্যান্ট পরবে। আর লোকসভার ভোটে পর উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতির্ময় কর বলেন, কে বেইমান সবাই জানে। কারু নাম আলাদা করে বলতে হয়না। এদিন এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা পরিষদ প্রার্থী গোলকেশনন্দ গোলকেশনন্দ গোস্বামী, পঞ্চায়েত সমিতির প্রার্থী দুর্গাপদ পাহাড়ী সহ অন্যান্যরা।