
নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের ২১ শে জুলাই এর মহা সমাবেশের দিনই জেলায় জেলায় বিডিও অফিস অভিযান কর্মসূচি বিজেপির। শুক্রবার কোচবিহার এক নম্বর ব্লকে বিডিও অফিস চত্বরে বিক্ষোভ ও অবস্থান করেন বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় বুথে ভোটগ্রহণে বাধা থেকে শুরু করে গণনা কেন্দ্রে দ্বিচারিতার অভিযোগ তুলে বিজেপির এই অভিযান।যদিও বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসলে তাদেরকে আটকে দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। এরপর বিজেপি কর্মী সমর্থকরা রাস্তাতে বসে পড়েই বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপির বিক্ষোভকে ভয় পেয়ে বিডিও অফিসে অনুপস্থিত ছিলেন বিডিও।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের ক্ষমতাকে অপব্যবহার করে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরেও বিডিও অফিস ঘেরাও করেন বিজেপি নেতৃত্ব।এদিন কোচবিহার,পূর্ব মেদিনীপুর সহ জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগণা,পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর প্রায় সব জেলাতেই বিডিও অফিস ঘিরে বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখান।