
নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর দলবদলের পালা অব্যাহত। বিরোধী প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর শাসক দলে যোগদান করছেন বহু প্রার্থী। একই চিত্র দেখা গেলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও। পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ আসনে তৃণমূল জয় লাভ করলেও খড়গপুরের কয়েকটি জায়গাতে বিরোধীরাও আসন পেয়েছে। খড়গপুর গ্রামীনের বড়কলা গ্রাম পঞ্চায়েতের জয়ী সিপিআইএম প্রার্থী ও আরও ১৫০জন সিপিআইএম কর্মী সমর্থক বৃহস্পতিবার রাতে যোগ দিলেন তৃণমূলে। এর ফলে সংখ্যাগরিষ্ঠ হয়ে বড়কলা গ্রাম পঞ্চায়েত দখলে নিলো তৃণমূল।
উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুরের বড়কলা গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন গ্রাম পঞ্চায়েত প্রার্থী কম থাকায় অস্বস্তিতে ছিল তৃণমূল। নির্দলের প্রার্থীরা বিজেপিতে যোগ দিলে গ্রাম পঞ্চায়েত বিজেপির অধীনে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিআইএম প্রার্থী আফরোজা বেগম বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে এসে তৃণমূলে যোগদান করেন। তার হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।