
সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট : পঞ্চায়েত নির্বাচনের ২৪ ঘণ্টা আগেই নির্দল প্রার্থী ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ।উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ী এলাকার ঘটনা ।নির্বাচনের আগেই দলবদল করলেন নির্দল প্রার্থী আশরাফুল মোল্লা। মিনাখাঁ অঞ্চলের মঠবাড়ী এলাকায় ২০০ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর হঠাৎই নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে আশরাফুল দলবদল করে ফের যোগদান করেন তৃণমূলে। বৃহস্পতিবার রাতে মঠবাড়ি এস এম কে হাই মাদ্রাসায় একটি কর্মীসভার আয়োজন করা হয়, এই কর্মী সভাতেই তৃণমূলে যোগ দেন আশরাফুল মোল্লা। আশরাফুল জানান, তিনি আগেও তৃণমূলে ছিলেন, কোন কারণবশত পঞ্চায়েতের টিকিট না পাওয়ায় তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। তবে দলের প্রতি ভালবাসায় তার ফের দলে ফেরত আসা বলে জানান আশরাফুল।
প্রসঙ্গত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানিয়ে দিয়েছিলেন, কোন তৃণমূল কর্মী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালে তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। সেই হুঁশিয়ারি থেকেই আশরাফুল মোল্লার ফের দলে আসা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য,এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক সম্পাদক তথা ৪৬ নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবুল কালাম মল্লিক ,মিনাখাঁ অঞ্চল সভাপতি হোসেন গাজী সহ অন্যান্যরা।