
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : ব্যালট পেপার খেলো কে, তৃণমূল আবার কে,এই স্লোগান দিয়েই
পঞ্চায়েত নির্বাচন বাতিল করার দাবিতে সোচ্চার হলো আইনজীবী সংগঠন। মঙ্গলবার অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন এবং জাতীয় কংগ্রেস দলের আইন সেলের যৌথ উদ্যোগে এই দাবীতে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের বক্তব্য তুলে ধরেন আইনজীবী সংগঠনের নেতৃত্ব। বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন এর জলপাইগুড়ি জেলা সম্পাদক সংকর দে জানান,
এবারে পঞ্চায়েত ভোট, আদতে নির্বাচনের নামে প্রহসনে পরিনত হয়েছে।
ছাপ্পা ভোট, ব্যালট পেপার খেয়ে ফেলার সঙ্গে এবারই প্রথম দেখা গেলো ব্যালট বক্স এবং পেপার নিয়েও ব্যাপক বেনিয়ম। এসবের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন।
জেলা কংগ্রেস দলের আইন সেলের প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার বলেন, প্রথম থেকেই শাসক দল এবং রাজ্য সরকারের মতলব ছিলো ভোট লুট করার, সেটাই হয়েছে।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের পর থেকেই একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেছে রাজ্যে । পাশাপাশি বিভিন্ন জেলায় ব্যালট পেপারও উদ্ধার হচ্ছে ক্রমাগত। পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগও করছেন বিরোধীরা। এমনকি পঞ্চায়েত ভোট বাতিল বা পুনর্নির্বাচনের দাবিও করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই একই দাবিতে আইনজীবীদের এই আন্দোলন।