
সুকান্ত চট্টোপাধ্যায়,হিঙ্গলগঞ্জ : রাত পোহালেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত সর্বত্র। এরই মধ্যে বসিরহাটে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর বুথের পশ্চিম মামুদপুর গ্রামের। বিজেপি কর্মী অশ্বিনী মালির বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে অভিযোগ।
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা অলোক মন্ডল বলেন ,তাদের পারিবারিক ঝামেলার কারণে তিনি আক্রান্ত হয়েছেন।এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত না। পাশাপাশি নির্বাচনে ভাল ফল করবে তৃণমূল বলেও আশাবাদী তৃণমূল নেতা ।
বিজেপি কর্মী সান্ডেলেরবিল হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি। বিজেপি নেতৃত্ব জানান, ঘটনা নিয়ে তারা অভিযোগ দায়ের করেছেন হিঙ্গলগঞ্জ পুলিশ সুপারের কাছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।