
নিজস্ব প্রতিনিধি : নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস থামার কোন লক্ষণই নেই বাংলায়। মনোনয়ন পর্ব থেকে বিভিন্ন জেলায় অশান্তির খবর সামনে এসেছে। এবার ফের শিরোনামে মু্র্শিদাবাদের রানীনগর। রানীনগরের রায়পুর এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত এক। কংগ্রেস প্রার্থীর ভাইকে বাঁশ,লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় অরবিন্দ মন্ডল নামের একজনকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। বৃহস্পতিবার রাতে রায়পুর এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় একজন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। শুক্রবার সকালে রায়পুর এলাকায় কংগ্রেস প্রার্থীর ভাইকে বাঁশ, লাঠি দিয়ে অতর্কিতে হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
যদিও শাসক দলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের অভিযোগ,কংগ্রেস কর্মীরাই আগে তৃণমূল কর্মীদের ওপর হামলা করে। বিরোধীরা নিজেরা সব করে দোষ দিচ্ছে তৃণমূলকে,দাবি স্থানীয় তৃণমূল নেতার।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।