
গোপাল শীল,নামখানা : পঞ্চায়েত ভোট মিটলেও, রাজ্যজুড়ে জারি ভোট পরবর্তী হিংসার ঘটনা। জেলায় জেলায় উঠে আসছে অশান্তির ছবি। এবার বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগে মিড ডে মিলের রান্না থেকে বাদ পড়লেন এক রাঁধুনি। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ায় মিড ডে মিল কর্মীকে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় শাসক দল। স্কুলের মিড ডে মিলের রাঁধুনি রিতা পন্ডা বিজেপি করতেন বলে স্থানীয় তৃণমূল নেতা তথা নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান চন্দ্র মোহন পাইক স্কুলে গিয়ে তাকে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।স্কুলে রাঁধুনি রিতা পন্ডা যদি আসে তাহলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষককে, এমনই হুমকির অভিযোগ।
স্কুলের মিড ডে মিলের রাঁধুনিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তৃণমূল চন্দ্র মোহন পাইক। তার দাবি, রিতা পন্ডা স্কুলের বাচ্চাদের ঠিক মতো খাবার দেন না,তাই তাকে রান্না করতে বারণ করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্কুলের মিড ডে মিল কর্মীরা। বিক্ষোভের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকে স্কুলের পঠন পাঠন।