
আদালত প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ পঞ্চায়েত ভোটের ফলঘোষণার পরেও রাজ্যে অশান্তি হতে পারে। আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা। তাই ভোট পরবর্তী হিংসা রুখতে, ফলপ্রকাশের পর ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। নির্দেশ দিল উচ্চ আদালত।
২০২১ বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। জল গড়ায় আদালতে। ঘটনা তদন্তের নির্দেশ সিবিআইকে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত ভোটের পরও ভোট পরবর্তী হিংসার হতে পারে। আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী দল গুলি। ভোট পরবর্তী হিংসার ঘটনা ঠেকাতে ফলপ্রকাশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক বাংলায়, আদালতের কাছে আর্জি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মামলার শুনানি শেষে আদালত নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর আরও ১০ দিন বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আইনজীবী লোকনাথ চট্ট্যোপাধ্যায় জানান মূলত, নির্বাচিতদের এবং সামগ্রিক ভাবে মানুষের নিরাপত্তার জন্যই এই নির্দেশ দিয়েছে আদালত।
পাশাপাশি ভোটের আগেরদিন অর্থাৎ শুক্রবার সন্ধের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।