
শেখ এরশাদঃ রাজ্যে ১২ হাজার বুথে ফের নির্বাচনের দাবি জানাল রাজ্য বিজেপি। রবিবার সেই ১২ হাজার বুথের তালিকা বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনারকে। বিজেপির দাবি দু সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পুনর্নির্বাচন করতে হবে। এদিন সেই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
রবিবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে প্রায় ১২ হাজার বুথে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাল রাজ্য বিজেপি। এদিন সেই ১২ হাজার বুথের তালিকা বিজেপির তরফ থেকে তুলে দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। বিজেপির দাবি প্রতি বুথে দু’সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পুনর্নির্বাচন করতে হবে। রবিবার সেই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, দলীয় কাউন্সিলর সজল ঘোষ সহ আরও অনেকে। অবস্থান বিক্ষোভের পর বিজেপির এক প্রতিনিধি দল কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়।
এদিন রাজ্য নির্বাচন কমিশনারের কাছে হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও বুথে বুথে সিসিটিভি ক্যামেরা ছিল না বলে অভিযোগ জানান বিজেপি নেতারা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ার দিয়ে নির্বাচন ও কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার না করে বসিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলেন প্রতিনিধি দলের সদস্যরা । বিজেপি নেতাদের হুঁশিয়ারি তাদের দাবি না মানা হলে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করবেন।