
সংবাদদাতাঃ কানাঘুসো চলছিল বহু দিন ধরেই। বিয়ে সেরে ফেলেছেন এমনটাও শোনা যাচ্ছিলো। শেষ মেশ শীলমোহর পড়লো বিয়ের গুঞ্জনে। বিখ্যাত সিনেমা তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এর সাথে আজ ২৭শে বিয়ের পিঁড়িতে মানসিক স্বাস্থ্য কর্মী পিয়া চক্রবর্তী। বিয়েটা নিতান্তই নিজেদের মতো করেই সারতে চাইছেন এই জুটি তাই নিমন্ত্রিত অতিথি দের লিস্ট খুবই কম। কে এই পিয়া চক্রবর্তী জানানেন! তিন সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।
পরমব্রত টলিউড এর ব্যাস্ততম অভিনেতাদের মধ্যে একজন। অভিনেতার পাশাপাশি পরমব্রত একজন পরিচালক – প্রযোজকও বটে। পরমব্রতর ব্যাক্তিগত জীবন নিয়ে প্রত্যেকের বরাবরই আগ্রহ থাকে বেশি। তবে তিনি কোনোদিনই বেশি লুকোছাপা করেননি। শোনা যায় তার বিদেশিনী প্রেমিকা ইকার সাথে বিয়ের কথা পর্যন্ত হয়ে গিয়েছিলো। তবে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরেও তা নিয়ে খোলাখুলি আলোচনা করেছিলেন পরমব্রত। তবে পিয়ার সাথে সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা অবলম্বন করেছেন। তার কারণ হয়তো পিয়া বিখ্যাত সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।
পিয়া বিয়ে ভেঙ্গে যায় ২০২১সালে। শোনা যাচ্ছিলো পারমব্রতর সঙ্গে প্রেম ঘটিত কারণের জন্যই বিয়ে ভেঙ্গে যায় অনুপম ও পিয়ার সাজানো সংসার। যদিও সে কথা কোনোদিন স্বীকার করেননি দুজনে। তবে পরমব্রত যে রীতিমতো পিয়ার বাড়িতে যাতায়াত করতো তা নজর এড়ায়নি সংবাদমাধ্যমের।
লন্ডনে পরমব্রতর শুটিং এর মাঝেও একসাথে দেখা যায় পিয়া ও পরমব্রত কে। বহুদিন ধরেই পিয়ার পরিবারের সাথে ঘনিষ্টতা বাড়িয়েছিল পরমব্রত। নভেম্বরেই বিয়ে সারবেন এই জল্পনা ছিল তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন দুজনে। নিমন্ত্রিত অতিথিদের সংখ্যা খুবই সীমিত। মূলত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব দের উপস্থিতিতে বিয়ে সারবেন এই তারকা জুটি।