
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: আগামী ২০শে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন, তার আগে সোমবার রাতে জগদ্দল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিলো কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক। আর এবারে লোকসভা ভোটের বৈতরণী পার হতে ব্যারাকপুরের প্রার্থীর প্রধান ভরসা মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ । সেই কারণে এই কর্মী সভায় এসে পার্থ ভৌমিক জগদ্দলের তৃণমূল নেতা কর্মীদের এলাকার প্রতিটি বাড়ি গিয়ে মুখ্য মন্ত্রীর কাজ ও তার জনমুখী প্রকল্প গুলি নিয়ে প্রচার করতে বলেন। অপর দিকে তিনি যে বিধানসভায় যত বেশি ভোটে জিতবেন সেই এলাকার তৃণমূল কর্মীদের উপহার দেওয়ার কথা বলায় ,বিরোধীরা সেই বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর দাবি করেছেন। সেই প্রসঙ্গে পার্থ ভৌমিক এদিন পাল্টা দাবি করে বলেন তিনি উপহার হিসেবে তৃণমূল কর্মী দের ভালোবাসা উপহার দেওয়ার কথা বলেছি।
এদিনের জনসভায় পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম,সুবোধ অধিকারী, এবং পুরপ্রধান রেবা রাহা,রমেন দাস সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব