
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : হাতে গোনা আর কয়েকটা দিন বাকি. পঞ্চম দফায় ব্যারাকপুর কেন্দ্রে রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে প্রচন্ড গরম উপেক্ষা করেই প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে প্রতিদ্বন্দ্বিদের জোর টক্কর দিচ্ছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সোমবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মতো তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকেও দেখা গেলো সকাল থেকেই প্রচার করতে। এদিন ভাটপাড়া পৌরসভার ২৬,২৭,২৮ নম্বর ওয়ার্ডে প্রচার করেন পার্থ। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সান্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে তিনি বলেন, “যে ভিডিওটি বের হয়েছে সেটা ভুয়ো নয়। সন্দেশখালির ঘটনা যে আসলে বিজেপির সাজানো, সেটা মানুষ বুঝে গেছেন। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে বিজেপি। আর তার প্রতিফলন ভোট বাক্সে পড়বে।”