
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : সামনেই ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার আগে নাগারে প্রচার করছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার একেবারে অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল তাঁকে। ২৫ বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গারুলিয়া পৌর এলাকায় রবীন্দ্র সঙ্গীত গাইতে গাইতে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এক জনসভা থেকে তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, ‘৪ জুন ভোটের ফল ঘোষণার পর, তৃণমূলের পার্টি অফিস খোলার লোক থাকবে না’। প্রচারের ফাঁকে শুভেন্দুকে পাল্টা দিয়ে পার্থ বলেন, ‘শুভেন্দু যদি বাংলায় থাকেন, ভাল লাগবে’।