
শেখ এরশাদ, কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এক বছর আগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। এবার তিনি তার মুক্তির জন্য নকশাল প্রভাবিত বন্দীমুক্তি আন্দোলনকারীদের বার্তা দিলেন। ক্ষোভের সুরে পার্থর মুখে নকশাল পন্থী মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের নাম।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হবার পর এক বছর পূর্ণ করেছেন। এবার বন্দীদশা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অপসারিত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে ঢোকার মুখে গ্রেফতারির এক বছর প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘এক বছর বিনা বিচারে আছি। আমায় জোর করে আটকে রাখা হয়েছে”। ক্ষোভের সুরে তিনি আরও বলেন “এটা সুজাত ভদ্রদের জিজ্ঞাসা করুন। বন্দীমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। এক বছর বিনা বিচারে আছি। তাঁরা মুখ খুলছেন না”।
প্রসঙ্গত , শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ এর ২২শে জুলাই কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩শে জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় সে সময়ের মমতা মন্ত্রীসভার শিল্প বাণিজ্যমন্ত্রী তথা বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্ট্যোপাধ্যায়কে। তার পর তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এবার বন্দিদশা থেকে মুক্তির জন্য ‘বন্দি মুক্তি আন্দোলনকারী’দের উদ্দেশে বার্তাও দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নকশাল প্রভাবিত ‘বন্দী মুক্তি আন্দোলনকারী’এবং নকশাল পন্থী মানবাধিকার কর্মী সুজাত ভদ্রকে পার্থ চট্ট্যোপাধ্যায় খোঁজ করা নিয়ে কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।