
শেখ এরশাদ, কলকাতাঃ একসময় বাংলার সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বহুরূপী শিল্পীরা। জীবিকার টানে অনেকেই বেছে নিয়েছিলেন এই শিল্পকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সাংস্কৃতিক ভাবনায় পরিবর্তন এসেছে।
একসময় বাংলার সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বহুরূপী শিল্পীরা। জীবিকার টানে অনেকেই বেছে নিয়েছিলেন এই শিল্পকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সাংস্কৃতিক ভাবনায় পরিবর্তন এসেছে।তাই আজ আর বহুরূপী শিল্পীরা সেভাবে সকলের কাছে সমাদৃত নন। তবে এরই মধ্যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বহুরূপী শিল্পের সঙ্গে পরিচিত করতে বহুরূপী মেলার আয়োজন করা হয়েছিল শহর কলকাতার বুকে,শিশু কিশোর উৎসবের পাশাপাশি আয়োজিত হয় এই বহুরূপী মেলা।
কচিকাঁচারা যাতে এই শিল্প সম্পর্কে জানতে পারে সেই কারণেই এই মেলার আয়োজন করা হয়েছিল বলে জানান উদ্যোক্তারা।আজ দুরবস্থার মধ্যে দিন কাটছে বহুরূপী শিল্পীদের, তাদের আক্ষেপ, কীর্তন শিল্পী বাউল শিল্পীরা সরকারি ভাতা পেলেও তারা এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। কেন মেলে না সরকারি ভাতা ? মুখ্যেমন্ত্রীর কাছে প্রশ্ন বহুরূপী শিল্পীদের।
বর্তমানে কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহুরূপী শিল্পীদের, তবুও শহর কলকাতার বুকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বোস, চার্লি চ্যা পলিনের বেশে আসতে দেখা গিয়েছে বহুরূপী শিল্পীদের।তবে তাদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও আগামী দিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখা আদৌ কি সম্ভব ?এই প্রশ্ন ঘোরাফেরা করছে বহুরূপী শিল্পীদের মধ্যেব।